প্রধান শিক্ষকের বাণী
প্রিয় শিক্ষার্থী,
শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়- মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০ম শ্রেণি)। এই ৫ বছর যেভাবে নিজেকে গড়ে তুলবে ভবিষ্যৎ জীবন তার উপর নির্ভর করে পরিচালিত হবে। ৫/৬ বছরের প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিক স্তরে পদার্পন করলে পড়ালেখাসহ ব্যক্তি জীবনে আসে বড় ধরণের পরিবর্তন। এই পরিবর্তনকে বাস্তবমূখী চিন্তনের মাধ্যমে নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাঠদান ও ফলাফলের পাশাপাশি েএই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকান্ডে, খেলাধুলা, বিজ্ঞান উৎসব, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন শিক্ষাসহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করে সুনাম অর্জন করে চলছে। এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব তোমাদেরেই।
সম্মানিত অভিভাবক, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ও আমার উদ্দেশ্য একই, তা হলো আপনার সন্তানকে যুগোপযোগি সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠত করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের যৌথ প্রচেষ্ঠার কোন বিকল্প নেই। কোন একটি অনুপস্থিত থাকলে আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হবে। আপনার সন্তানের জন্য আমাদের বিদ্যালয়টি উপযুক্ত মনে করে ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন।
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই মাতৃভূমির স্বাধীনতা, শান্তি, শৃঙ্খলা ইত্যাদি অভ্যন্তরীণ, জাতীয় ও আন্তর্জাতিক কৃচক্র থেকে রক্ষা করার দায়িত্ব তোমাদের আমাদের সকলের। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর সোনার বাংলা গড়ার স্বপ্ন তোমারাই বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।
সকল অভিভাবক ও শিক্ষার্থীর জীবনের সাফল্য কামনা করছি।
(মো: আখের আলী দেওয়ান)
প্রধান শিক্ষক
বি আর আর আই উচ্চ বিদ্যালয়
গাজীপুর।
01715332396