News:

                                                                                                     অনুক্রমনী

প্রকৃতির সৌন্দর্যমন্ডিত এক নিবিড় কোলাহলমুক্ত পরিবেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) উচ্চ বিদ্যালয় যুযোপযোগী শিক্ষা প্রসারের শপথ নিয়ে ১৯৯৩ সালে অগ্রযাত্রা শুরু করে। জ্ঞান সাধনায় নিবেদিত একঝাক চৌকশ শিক্ষকমন্ডলীর কুশলী হাতের ছোঁয়ায় এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ বিদ্যাপীঠে উন্নীত হয়েছে।

শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিজ্ঞান, সাহিত্য, শরীরচর্চা, শিক্ষা সফর, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি কর্মকান্ডের মাধ্যমে ব্যাপৃত রেখে তাদের সার্বিক বিকাশ ঘটানো হয়। শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গঠন করা। মানব জীবনের পরিপূর্ণ বিকাশে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। এর জন্য প্রয়োজন উপর্যুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ। শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্ম প্রত্যয়ী এই বিদ্যাপীঠটি প্রকৃতির নন্দনকাননের সৌন্দর্যমন্ডিত ছায়াঘেরা শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে এক নিসর্গের আঙ্গিনা। একদিকে শিক্ষার্থীদের ওপর কুশলী শিক্ষকগণের স্নেহছায়া, অন্যদিকে বিশাল সবুজ মাঠের প্রান্তরে অবস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা  গড়ে ওঠে  নৈতিক মনোবল নিয়ে। ইতোমধ্যেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও যোগ্যতার প্রমাণ রেখেছে। এছাড়া অত্র বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই বিভিন্ন স্বনামন্য প্রতিষ্ঠানে পদস্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও বাংলাদেশ ধান গবেষণা  ইনস্টিটিউট (ব্রি) কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্ঠা ও প্রত্যক্ষ সহযোগিতায় এই বিদ্যালয়ে একাডেমিক ভবন, বিজ্ঞানাগার,  লাইব্রেরি, সিসি ক্যামেরা স্থাপন,  আইসিটি ল্যাব, ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়ের সমৃদ্ধি শ্রীবৃদ্ধি ও উন্নয়নের নতুন মাত্রা যোগ হয়েছে। 

বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ যাবতীয় কার্যক্রম অনলাইনের আওতাভুক্ত করা হয়েছে। মাল্টিমিডেয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস পরিচালনার জন্য সকল শিক্ষক কম্পিউটারে দক্ষতা অর্জনের কারণে শ্রেণি কার্যক্রম আরও আধুনিকায়ন হয়েছে। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাসহ সকল কার্যক্রম একডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনুষ্ঠিত হয়। বিশেষ কোন কারণে পরিবর্তন হলে যথাসময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।

এই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, বিদ্যালয় পরিচালনা পরিষধ তথা ব্রি কর্তৃপক্ষ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম এবং শিক্ষার প্রতি আন্তরিক অভিভাবকগণের প্রচেষ্ঠায় শিক্ষার্থীরা সতন্ত্র ব্যক্তিসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এই প্রতিষ্ঠান এবং এর শিক্ষার্থীরা নতুন করে জেগে ওঠুক এ আমাদের স্বপ্ন, এ আমাদের প্রত্যাশা। 

 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়

গাজীপুর সদর, গাজীপুর।